জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ফাইনাল ভর্তি ২০২৫ এর সার্কুলার প্রকাশ

Spread the love

মাস্টার্স ফাইনাল ভর্তি ২০২৫ এর সার্কুলার প্রকাশ হয়েছেঃ 
মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু  আজ ১৮ মার্চ থেকে। আবেদন শেষ হবে ১০ এপ্রিল।

যোগ্যতাঃ সদ্য অনার্স পাসসহ ২০১৮ থেকে ২০২২ সালের অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাস করে নূন্যতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত সবাই আবেদন করতে পারবেন।

এবারের ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে। এবারে একসাথে ৩টি ব্যাচের শিক্ষার্থীরা ভর্তির আবেদন করবে।
  • ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ (২০১৮-১৯)
  • ২০২০ সালের প্রিলিমিনারী (২০১৯-২০)
  • ২০২১ সালের প্রিলিমিনারী (২০২০-২১)
◾সর্বনিম্ন রেজাল্ট ২.২৫ হলে মাস্টার্স ফাইনালে আবেদন করতে পারবেন। [ যাদের রেজাল্ট ২.৭৫ থেকে ৩.০০+ উপরে তারা নিয়মিততে চান্স পাবার সম্ভাবনা বেশি।]
◾যারা নিয়মিততে চান্স পাবেন না তারা প্রাইভেটে আবেদন করবেন, রেজাল্ট ২.২৫ হলেই হবে, যে আগে আবেদন করবে তার সিট কনফার্ম। [Msc তে প্রাইভেট প্রোগাম নাই]
প্রাইভেটে-
১. কমার্স কলেজ এ “হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনায়” প্রতিযোগিতা বেশি হয়ে থাকে দেখবেন ১ঘন্টায় ১হাজার সিট শেষ হয়ে গিয়েছে।
২. চট্টগ্রাম কলেজে “রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাসে” প্রতিযোগিতা বেশি থাকে , ১ঘন্টায় সকল সিট শেষ হয়ে যায়।

◾প্রিলিমিনারীতে যারা নিয়মিততে ছিলেন তারা ফাইনালে নিয়মিত/প্রাইভেটে ২টাতেই আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারীতে যারা প্রাইভেটে ছিলেন তারা ফাইনালেও প্রাইভেটে আবেদন করবেন। নিয়মিততে করতে পারবেন না।

◾প্রিলিমিনারীতে/অনার্সে যে সাবজেক্ট ছিল ফাইনালেও সেইম সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট পরিবর্তন করা যাবে না

◾কলেজ পরিবর্তন করা যাবে! তবে যে কলেজ থেকে প্রিলিমিনারী/অনার্স করেছেন সেই কলেজে ফাইনালে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) বাংলাদেশে উচ্চশিক্ষার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, যা স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামের জন্যও শিক্ষার্থী ভর্তি করে। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে মাস্টার্স ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত ও প্রফেশনাল) ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি।

ভর্তির যোগ্যতাঃ 

মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের জন্য:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পাস হতে হবে
অনার্স পরীক্ষায় নির্দিষ্ট GPA থাকতে হবে (প্রতি বছর আলাদা হতে পারে)
নির্দিষ্ট বিষয়ে ভর্তি হতে হলে অনার্সে সেই বিষয়ে পড়া থাকতে হবে

মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের জন্য:

অনার্স বা ডিগ্রি পাস হতে হবে
কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা লাগতে পারে (যেমন MBA বা ELT প্রোগ্রামে)

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগতে পারে 

অনলাইন আবেদন ফরমের কপি
অনার্স বা ডিগ্রি পাস সার্টিফিকেট
অনার্স বা ডিগ্রি পরীক্ষার নম্বরপত্র
সদ্য তোলা ছবি
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ

 


Spread the love

Leave a Reply