আইপিএল ২০২৫ নিলাম: এখন পর্যন্ত কে কোন দল পেলেন…………………..

Spread the love

আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াবে ২০২৫ সালের মার্চ-এপ্রিলে। সেই আসরের আগে রোববার (২৪ নভেম্বর) থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মেগা নিলাম। দু’দিনব্যাপি এই নিলামে তোলা হবে মোট ৫৭৭ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন।

এবারের আসরের জন্য নতুন করে চালু করা রিটেনশন নিয়ম অনুযায়ী– আগের আসরে খেলা স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস পুরোনো ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে। দিল্লি ক্যাপিটালস ৪, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ এবং সর্বনিম্ন ২ জন ক্রিকেটারকে রেখেছে পাঞ্জাব কিংস।


এদের সঙ্গে নিলাম থেকে ক্রিকেটার কিনে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

পাঞ্জাব কিংস

 

আর্শদীপ সিং (১৮ কোটি), শ্রেয়াস আইয়ার (২৬ কোটি ৭৫ লাখ), যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি), মার্কাস স্টয়েনিস (১১ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (৪ কোটি ২০ লাখ), নেহাল ওয়াধেরা (৪ কোটি ২০ লাখ) ,বিশাখ বিজয় কুমার (১ কোটি ৮০ লাখ),ইয়াশ ঠাকুর (১ কোটি ৬০ লাখ), হারপ্রীত ব্রার (১ কোটি ৫০ লাখ),বিষ্ণু বিনোদ (৯৫ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে পাঞ্জাব
শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।
 
দিল্লি ক্যাপিটালস
 
মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লাখ), কেএল রাহুল (১৪ কোটি), হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লাখ), জ্যাক ফ্রেজার ম্যাকবার্গ (৯ কোটি), নটরাজন (১০ কোটি ৭৫ লাখ), আশুতোষ শর্মা (৩ কোটি ৮০ লাখ), মোহিত শর্মা (২ কোটি ২০ লাখ), সামীর রিজভি (৯৫ লাখ), করুণ নায়ার (৫০ লাখ)।  
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে দিল্লি
অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  

লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লাখ), ফিল সল্ট (১১ কোটি ৫০ লাখ), জিতেশ শর্মা (১১ কোটি), জশ হ্যাজলউড (১২ কোটি ৫০ লাখ), রাসিখ দার (৬ কোটি), সুইয়াশ শর্মা (২ কোটি ৬০ লাখ)।

নিলামের আগেই যাদের ভিড়িয়েছে বেঙ্গালুরু

বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

লখনৌ সুপার জায়ান্টস 
 
রিশভ পন্ত (২৭ কোটি), ডেভিড মিলার (৭.৫ কোটি), এইডেন মার্করাম (২ কোটি), মিচেল মার্শ (৩ কোটি ৪০ লাখ), আভেশ খান (৯ কোটি ৭৫ লাখ), আব্দুল সামাদ (৪ কোটি), আরিয়ান জুয়াল (৩০ লাখ)।  
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে লখনৌ
নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
গুজরাট টাইটান্স 
 
কাগিসো রাবাদা (১০ কোটি ৭৫ লাখ), জস বাটলার (১৫ কোটি ৭৫ লাখ), মোহাম্মেদ সিরাজ (১২ কোটি ২৫ লাখ), প্রসিধ কৃষ্ণা (৯ কোটি ৫০ লাখ), মহিপাল লোমরর (১ কোটি ৭০ লাখ), কুমার কুশাগরা (৬৫ লাখ), মানব সুথার (৩০ লাখ), অনুজ রাওয়াত (৩০ লাখ), নিশান্ত সিন্ধু (৩০ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে গুজরাট 
রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)। 

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লাখ), রাহুল ত্রিপাথি (৩ কোটি ৪০ লাখ), রাচিন রবীন্দ্র (৪ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লাখ), খলিল আহমেদ (৪ কোটি ৮০ লাখ), নুর আহমেদ (১০ কোটি), বিজয় শঙ্কর (১ কোটি ২০ লাখ)।  
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে চেন্নাই
রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবাম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)। 

মুম্বাই ইন্ডিয়ান্স

ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লাখ), নমন ধীর (৫ কোটি ২৫ লাখ), রবিন মিনজ (৬৫ লাখ), কর্ণ শর্মা (৫০ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে মুম্বাই
জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ

মোহাম্মদ শামি (১০ কোটি), হার্শাল প্যাটেল (৮ কোটি), ঈশান কিষাণ (১১ কোটি ২৫ লাখ), রাহুল চাহার (৩ কোটি ২০ লাখ), অ্যাডাম জাম্পা (২ কোটি ৪০ লাখ), অভিনব মনোহর (৩ কোটি ২০ লাখ), সিমারজিৎ সিং (১ কোটি ৫০ লাখ), অথর্ব তাইদে (৩০ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে হায়দরাবাদ
প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

রাজস্থান রয়্যালস

জফরা আর্চার (১২ কোটি ৫০ লাখ), মহেশ থিকশানা (৪ কোটি ৪০ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫ কোটি ২৫ লাখ), আকাশ মাধোয়াল (১ কোটি ২০ লাখ), কুমার কার্তিকেয় (৩০ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে রাজস্থান:
সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

কলকাতা নাইট রাইডার্স

ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ), কুইন্টন ডি কক (৩ কোটি ৬০ লাখ), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), অ্যানরিখ নরকিয়া (৬ কোটি ৫০ লাখ), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), বৈভব আরোরা (১ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লাখ)। 
 
নিলামের আগেই যাদের ভিড়িয়েছে কলকাতা:
রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

Spread the love

Leave a Reply