চোট সারিয়ে ফেরার পর বিধ্বংসী এক মেসিকেই দেখা গেলো। বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।
চোট থেকে ফেরার পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়কের দ্বিতীয় ম্যাচ। বুড়িয়ে গেলেও তিনি যে এখনও অপরিহার্য সেটার প্রমাণ দিয়েছেন তিনটি যান্ত্রব ফিনিশিং আর দুই অ্যাসিস্টে। স্বভাবসুলভ সৃষ্টিশীলতাই ফুটে উঠে এই ম্যাচে। ১৯তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগটাই নেন তিনি। আসে প্রথম গোল।
তার পর বলিভিয়া গোলকিপার বেশ কয়েকটি সেভ করলে ব্যবধান বাড়তে সময় লাগছিল তাদের। বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে যায় ৪৩ মিনিটে। বাড়ে ব্যবধান। এবার মেসির ক্রস থেকে স্কোর ২-০ করেছেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে মেসির বানিয়ে দেওযা বলে স্কোর ৩-০ করেন হুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। বিরতির পরই ব্যবধান বাড়তে পারতো। নিকোলাস ওটামেন্ডি হেড করলেও সেটা বাতিল হয় অফসাইডে। তবে চতুর্থ গোলের জন্য স্বাগতিকদের খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ৭০ মিনিটে বদলি হয়ে নামা থিয়াগো আলমাদা নাহুয়েল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি তুলে নিয়েছেন। তার পর তো দর্শনীয় পারফরম্যান্স আর স্বভাবসুলভ দক্ষতায় ৮৪ ও ৮৬ মিনিটে আরও দু’বার জালে বল পাঠান মেসি। তুলে নেন হ্যাাটট্রিক। যেখানে সঙ্গী ছিল বল নিয়ে মেসির চিরচেনা সেই কারিকুরি।
কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা বাছাইয়ে ২২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। কলম্বিয়ার চেয়ে তারা ৩ পয়েন্ট এগিয়ে।